সে রাতে ফুরিয়ে যাচ্ছিলো বছরের শেষ দিন।
মৃত শৈবালের মত নিশ্চুপ নিস্তব্ধতায় গা ভাসিয়ে দেখছিলাম,
রঙ বেরঙের আলোয় ছেয়ে যাওয়া রাতের অন্ধকার।
শেষ বিদায়ে প্রকৃতি যখন আনন্দে আন্দোলিত,
আমি তখন পূর্ণ অস্তিত্বে অনুভূতিহীন, সেকেলের সাদা কালোর মতন।
হঠাৎ, ফোন শব্দে ভাঙ্গে অন্যমনুষ্কের বিশাল প্রাচীর,
ফোন কানে তুলতেই অপ্রস্তুত শ্রোতার মত শুনেছিলাম "শুভ নববর্ষ"
অসহ্য শীতল কণ্ঠে, আমি স্তব্ধ হয়ে যাচ্ছিলাম ক্রমশে,
হৃদয়ে সঞ্চালিত রক্ত প্রবাহ বোধহয় মুহূর্তের জন্য দাঁড়িয়েছিলো।
নিঃশ্বাসের প্রশস্ততায় আমি কেবলই ফুরিয়ে যাচ্ছিলাম আমার হতে।
সে আরো বলেছিলো, আমি জানুমণি, তোমার আড়ালের একমাত্র শুভাকাঙ্ক্ষী।
আমিও আন্দোলিত হয়েছিলাম,
সে মুহূর্তকে বিশ্বাস করে।
ভেবেছিলাম দুমুঠো রঙ নিয়ে এ কোন পরীর আবির্ভাব আমার জগতে।
পরীর পূর্ণতায়, সে নতুন আমি এনেছিলাম আহবান করে।