স্বার্থের নীল নকশায়, দাঁড়কাকের মুখে অর্থ ছেটায় উচ্চবিত্তের দল।
আরো বলে, তীক্ষ্ণ চোখে শিকার এনে দাও, আরো দেবো।
ভীতুদের সংঘবদ্ধে ওঠে না তুমুল সাহসী আওয়াজ,
তীব্র চিৎকারে হয়না নতুন কোন আন্দোলন।
শুধু শিকার হওয়ার ভয়ে।
কে কার মত গুমে যেতে চায় বলো, অনন্তের জন্য?
কদাকার লাশ হয়ে কে ভাসতে চায় শীতলক্ষ্যায়?
প্রিয়জনের মুখ টিপে টিপে কান্না,
অসহায় ক্ষোভ যখন কোন কাজে আসবে না
তখন,  প্রতিবাদের দায়ে কে শিকার হতে চায় বলো, দাঁড়কাকের?
দেশ তো অন্ধ সেঁজেছে উচ্চবিত্তের কালো রুমাল বেঁধে।
দাঁড়কাক হয়েছে আরো ক্ষুধার্ত,
হয়েছে গুমের অংশীদার, হয়েছে খুনের একমাত্র সাক্ষী।
কালো গুমের কালো খুনে ঢাকা পরেছে পুরনো মানচিত্রের অঙ্গীকার।
এখন থেকে নিঃশব্দে নিঃশ্বাস নাও পৃথিবী হতে,
আবার নিঃশব্দে নিঃশ্বাস ফেলো,
এতটুকু শব্দ যেনো না হয়।
তবে গুম হয়ে যেতে পারো, তবে খুন হতে পারো ঠায়।