ছলছল চাহনিতে দুচোখ আমায় বিদায় দিতে চায়নি,
তবুও বিদায়।
তার অপলক দৃষ্টি আমায় পৌঁছে দিয়েছিলো অদৃশ্য পর্যন্ত।
শুকনো ধুলায় ফেলে আসা পদচিহ্নে, চাহনি হয়তো আরো কতখন ছিলো।
তুমি বিশ্বাসে সুখানুভূতি রেখো,
আমার ফেরার প্রতীক্ষায় তুমি ভালো থেকো।
প্রত্যেকটা দিনের, ক্ষণের হিসেব রেখো, আমি ফিরবো।
এই সান্তনায় আমি আমায় নোঙ্গর করেছিলাম,
স্বপ্ন ফলানোর শহরে।
সময় পেরিয়ে সে স্বপ্নের বীজে, জন্মেছে হাজার হাজার সমৃদ্ধি।
সে সমৃদ্ধির আড়ালে, দেখতে দেখতে অনেকদিন তোমায় দেখিনি।
সুখের বাণিজ্যে, এখন আমি শুধুই খরিদ্দার তোমার জন্য,
তোমার জন্য অনেক সুখ কিনেছি।
সুখের সম্ভার নিয়ে, এখন আমার সময় হয়েছে ফেরার।
আমি জানি, তুমি অধীর আগ্রহে পথ চেয়ে।
যে শহরে আজমেরী আমার প্রতীক্ষায় প্রহর গুনে,
আজ সে শহর আমার একমাত্র গন্তব্য।
এ অদৃশ্যের সীমানা ছেড়ে, ফিরে যাবো চেনা দুচোখের কাছে
ফেলে আসা পদচিহ্ন ধরে।