হঠাৎ তুমি উঠলে কেন?
ভয় পেয়েছো?
না তা নয়।
ভয় পেয়েছো। হঠাৎ আকস্মিক কিছুর সাথে ভয়ের একটা সম্পর্ক আছে।
সে যাই হোক, তুমি তো এতো সকাল সকাল ঘুম থেকে ওঠো না।
আজ মানসিক ভাবে খুব হালকা লাগছে নিজেকে,
এতটা হালকা লাগছে যে, ঘুমের ভার দুচোখে আর চাপাতে পারলাম না।
তাই উঠে পরলাম, কুয়াশার সৌন্দর্য দেখতে।
তুমি নতুন করে কারো প্রেমে পরলে নাকি ?
হুম পরেছি, কুয়াশাচ্ছন্ন প্রভাতের।
আচ্ছা, তোমার চাদরে আমার জায়গা হবে ?
কেন ?
তোমায় নিয়ে কুয়াশা ভ্রমণে যাবো।
নরম ঘাসের ডগায় জমে থাকা মণি- মুক্তায় পা ধোব।
তোমার আঙ্গুল ছেড়ে, তোমাকে হারিয়ে ফেলবো কুয়াশার আঁধারে।
কুয়াশার চাদর মাড়িয়ে, তোমায় আবার খুঁজে আনবো অনন্তের জন্যে।
তুমি আহ্লাদে, আমায় আরো একবার জড়িয়ে ধরবে,
আরো একটু উষ্ণতার লোভে, তুমি যেন আমায় ছাড়তে চাইবে না।
নিঃশ্বাসের ঘন ধোঁয়ায়, যেন আমরাও অন্তর্ভুক্ত কুয়াশাচ্ছন্ন প্রেমে