কাহার কূলে পা বাড়ালে তুমি নিরুপায়,
সময় পুড়ে তোমায় দেখি, আছো পূর্ণতায়।
শাঁখা-সিঁদুর কত মধুর, চার কূলে সুখ থৈ,
ঊর্ধ্বশ্বাসে বাঁচি মরি আমি নিতান্তই।
মনে আছে, পরান মাঝি ? গরান দীঘির রোদ ?
উচ্ছলতা, কল্পকথা শেষ হতো না তো।
বেচতে তুমি আপন ভূমি, আমার বিনিময়
কিনতে আমায় উচ্চ মূল্যে তোমার করে ঠায়।
অবোধ আমি, প্রহর গুনেছি সুখের সপ্ততলা
কখন আসবে, কখন ভাসবে বাসর আলোয় ধরা।
ফুড়লো সময়, সন্ধ্যা তারায় কেউ এলো না বুঝি,
মিথ্যে ভুলে জীবন দোলে, তবুও কারে খুঁজি।
হয়নি চেনা, তোমায় কেনা, আমার সবটা দিয়ে,
মুখোশ বেশে কে যে হাসে, আমার হাসি নিয়ে।
এ ছলনা আমার গয়না, অঙ্গে নিলেম মেখে,
হাজার বছর পরেও আমি, তৃপ্ত তোমায় দেখে।