রঙ করা পাঁ, লালছে জুতা,
রাগ মেখে ভুলে গেছো বাঁধতে ফিতা।
ঠিক দুপুর বেলা, শুনি যাচ্ছো কোথা ?
কান ধরে ভুল হয়েছে, আর হেঁটো না।
দেখো রংতুলি, পেন্সিলে, মুখ আঁকে মুখ দেখে
চলো আঁকি রাগে ফাটা ক্ষণ।
লাল জুতা হাতে নিলে,  হাঁটা তবু না থামালে
বায়ু বেগে সেকি হনহন।
হঠাৎ, কালো মেঘে তোরজোড়, ভাঙ্গছে মরিচা দোর,
ভয় বুঝি রুখে দিলো পথ।
বৃষ্টি শুরুর দিকে, লাল জুতা রাস্তাতে
রাগটুকু জলে ধুয়ে যাক।