প্রথম তুমি, অন্য কারো প্রেয়সী,
অন্য কারো অর্ধাঙ্গী।
প্রথম তুমি, অন্য কারো চুলে হাত বুলিয়ে ঘুমিয়ে পরার মতন,
অন্য কারো অফিস যাত্রায় বিদায়ী দৃষ্টি কথন।
প্রথম তুমি, অন্য কারো স্নানের সঙ্গী অনেকক্ষণের।
অন্য কারো চিবুক চুষে লুটাও কারো বুক পশমে।
প্রথম তুমি, প্রথম প্রেমে জয়ী নারী,
প্রথম যারে আঙ্গুল দিলে তার আঙ্গুলেই সংসারী।
প্রথম তুমি, হেরে গেলে বুঝি অন্য তাহার কাছে,
অশ্রুসিক্ত কালো সাক্ষরে বিদায় অবশেষে।
এখন দ্বিতীয় তুমি আমার কাছে প্রথম,
পরিচয় শুরু অন্য সবার মতন।
দ্বিতীয় তুমি, সুশ্রী, সুললিত, সুগঠিত আরো কত কি !
আমি, তুমি দ্বারা প্রায় আক্রান্ত দিনকে দিন।
দ্বিতীয় তুমি, প্রশ্রয় দিলে আমায়,
প্রশ্রয় দিলে অসম প্রেমের শুরু।
আমি উন্মাদের মত তোমাকে চাই, তোমাকেই চাই শুধু।