তোমায় প্রত্যেকবার নতুনের মত করে দেখি,
প্রথমবার দেখার মত, এক নাগাড়ে তাকিয়ে থাকি অপলকে।
পায়ে হাঁটা দূরের পথ, তোমার পিছু হেঁটে এতটুকু মনে হয় আমার কাছে।
তোমার নিঃশব্দ পথ চলায়, আমি ঘামতে থাকি,
কাঁপতে থাকি সদ্য ভয় পাওয়ার মত।
তুমি পেছন ফিরে তাকালে, আমি দণ্ডিত আসামির ন্যায় অপরাধী।
চোখে চোখ রাখার তো প্রশ্নই ওঠে না!
এ যেন আমার নিত্য দিনের অপরাধ।
আমি প্রতিদিন তোমায় দারুন ভাবে ভুলে যাই,
ভুলে যাই, আবার নতুন করে দেখার লোভে।
তুমি আমার নিরাময়ের ঊর্ধ্বের কোন রোগ,
কোন জীবন্ত কিছু।
হৃদয়ের আঙ্গিনায় তুমি দিন দিন বিস্তৃত হচ্ছো,
বেড়ে উঠছো।
আমি তোমার প্রতি দারুন যত্নশীল।
রাত্র জেগে আমি তোমায় মায়ায় রাখি,
তোমার কষ্ট হলে জ্বালায় ভুগি।
তুমি আমার নেশার মত কিছু,
চাহনির সবটুকু জুড়ে, আমি শুধু তোমায় ধারন করি।