এখন বিশ্বাস করেছ তো? আমি ধৈর্য্য ধরতে শিখেছি।
তোমার দেয়া অবমাননায় আমি একটুও, ভেঙ্গে যাইনি
ভাঙতে দেইনি।
এখন বিশ্বাস করেছ তো? আমি ধৈর্য্য ধরতে শিখেছি।
তুমি আমায় মিথ্যে প্রবঞ্চনা দিলে, আমি সব বুঝতে পেরেও নিশ্চুপ থেকেছি
একটিও দীর্ঘশ্বাস জমিয়ে রাখিনি তোমার জন্য।
তুমি চাইলে আমায় আরো আঘাত করো,
আমি তোমায় ক্ষমা করে দেবো।
আঘাত তো মানুষের দ্বারা মানুষের জন্যেই সৃষ্টি,
আমি প্রত্যেকটা আঘাতের জন্যে ধৈর্য্য ধরতে শিখেছি।
তুমি যেদিন আমায় অগ্রাহ্য করলে কারো সামনে,
যেদিন ভ্রূক্ষেপ করলে না, আমার অসহায় অনুরোধ।
সেদিন ক্ষোভ, যন্ত্রনার বহিঃপ্রকাশে
তোমার একটি চিঠিও পুড়িয়ে দেইনি।
অব্যক্ত কষ্ট কখনো প্রকাশ করিনি আমার নিঃশ্বাসের কাছে,
আমি শুধু ধৈর্য্য ধরেছি।
তুমি বলেছিলে, যেদিন থেকে ধৈর্য্য ধরতে শিখবে,
সেদিন থেকে আমিও হবো ‘শান্ত স্বরের সংসারী’।
আমি তো ধৈর্য্য ধরতে শিখেছি,
কিন্তু তুমি কার শান্ত স্বরের সংসারী হলে?