তোমার কাছে অবধারিত সুখ তবে কি বিরক্তির?
সমৃদ্ধির সবটুকু অনিবার্য ছিলো বলে?
হয়তো কখনোই, নিরুপায়ে ক্ষুধাকে অস্বীকার করার মুহূর্ত তোমার আসেনি।
আমার এসেছে, অসহ্য ক্ষুধায় পানিও যখন গিলতে ইচ্ছে করেনি।
ইচ্ছে করেনি, এখানে অনেক রোদ,
পা বাড়িয়ে একটু ছায়ায় গিয়ে বসি।
হয়তো তুমি কখনো শখের বশে খালি পায়ে হেঁটেছ,
আর আমার, খালি পা’ই ছিলো চিরচেনা একজোড়া জুতো।
কখনো লজ্জা পেয়েছো? তীব্র চাহিদা থাকার পরেও
পরিধানের একটা কাপড়ের অভাবে।
আমি পেয়েছি, যখন হাতদুটো শরীর থেকে নামালেই আমি অর্ধনগ্ন।
অবহেলা, অনাদর হয়তো তুমি বুঝবে না।
আমি বুঝি, আমি এগুলো ধারন করেই তিলে তিলে বড় হয়েছি।
তোমার কাছে আমার এ সাম্রাজ্য হয়তো খুবই স্বাভাবিক,
মানুষ মাত্রই থাকে।
তবে আমার কাছে, এ আমার অভাবনীয় উত্থান।