হকার বলিয়া উপহাস করো কারে?
কোনো মতে যার জীবন চলিছে ফুটপাত পথ ধারে।
সস্তা মূল্যে সস্তা পণ্য সস্তা মানুষে বেঁচে,
যে জন অন্তত দু’মুঠ তুলে আপন মুখের কাছে।
কখনো জানিতে ইচ্ছে করিছে হকারের পরিচয়?
কোথায় রহিছে বাড়ি-ঘর তার? কোথা তার বাপ মায়?
হকার যে জন, কৃষক ছিলো, ছাত্র ছিলো, বেকার ছিলো, সন্তান ছিলো কারো।
নিয়তি তাদের নিঃস্ব করেছে, বেওয়ারিশ তারা এখন।
কৃষকের মাঠ ফেটে চৌচির, ছাত্রের ভিটে টানিছে নদী
সার্টিফিকেটে বেকার সে জন, সন্তান হয়েছে একলা এতিম।
বাঁচার লড়াইয়ে সবাই এখন, স্বল্প পুঁজিতে যে যার মতন
পথের দুয়ারে বসে,
স্বল্প দামে বাহারি পণ্য সকল চোখের কাছে।
হকার যে জন মানুষ বটে, ভালো মন্দতে আঁটা
শীতের প্রকোপে শরীর কাঁপায়, রোদ্র পোড়ায়, বৃষ্টি ভেজায়
তবু ফুটপাতেই তার দেখা।
শখ নেই বুঝি হকার বলে, আহ্লাদের এতটুক।
ঈদের চাঁদে, পূজার রাতে নির্ঘুম তার চোখ।
হকার বলিয়া উপহাস কেন? আন্তরিকে কি ক্ষয়?
ভিক্ষায় না, সৎ পথে তারা, এইকি অনেক নয়?