বুকের লজ্জায় মর্দন করে, কি সুখ পেলে নিঃশ্বাস বেগে?
এ সুখ তবে কি ভিন্ন রকম?
অন্ধ সেঁজে, কালো তিলে হাত বোলালে, কি সুখ পেলে আঙ্গুল তলে?
সব সুখই কি একই রকম?
অন্ধকারে, ওষ্ঠ দিয়ে ওষ্ঠ ছুঁলে, কি সুখ পেলে জিহ্বের জলে?
এ সুখ কি নয় ভিন্ন রকম?
এক থালাতে, নুনে-ডালে তৃপ্তি নিলে, কি সুখ পেলে উভয় গলে?
এ সুখ নয় কি মনের মতন?
স্নানের ঘরে, ঠাণ্ডা জলে শরীর জ্বলে, কি সুখ পেলে অন্তরালে?
এ সুখ ছোয়নি কি হৃদয় মনন?
একান্ত দিনে, আঙ্গুল ধরে দিন ফুরালে, রাত পোহালে, কি সুখ পেলে দুজন মিলে?
এ সুখ নয়কি সুখের মতন?
ব্যাকুল হলে, ক্ষানিক ক্ষণের আড়াল ছুঁলে, কি সুখ পেলে হৃদয় তলে?
এ সুখ তবে কি স্বর্গ মতন?
মাতাল বেশে, এলো কেশের গন্ধ নিলে, কি সুখ পেলে নিজকে ভুলে?
এ সুখে নয়কি, শ্রেষ্ঠ জীবন?