নই কেনো তোর একটু আপনজন?
সবুজ মাঠের আপন যেমন সরষের হলুদ রং।
নই কেনো তোর একটু কাছের কেউ?
নদীর পাড়ের কাছে যেমন জলের ঊর্ধ্ব ঢেউ।
নই কেনো তোর শখের কোন নাম?
রাতের হলদে আলো যেমন শখের সোডিয়াম।
নই কেনো তোর মনের মাঝে ছেয়ে যাওয়া সুর?
কোকিলের সুর ছেয়ে যেমন প্রকৃতির বহুদূর।
নই কেনো তোর একলা দিনে, সঙ্গীর মত ছায়া?
একলা ধুলোর সঙ্গী যেমন ঘূর্ণি বেগের হাওয়া।
নই কেনো তোর অপেক্ষা জুড়ে কেউ?
পানকৌড়ির অপেক্ষায় যেমন ঋতুর শীত মৌসুম।
নই কেনো তোর তৃপ্ততার কারন?
প্রভাতের কোলে তৃপ্ত যেমন সূর্য আজীবন।
নই কেনো তোর স্বপ্নে ভাসা মুখ?
আমার স্বপ্নে যেমন ভাসো, ভাসাও আমায় খুব।