এ স্বাধীনতা কোথাও হারিয়ে যাবে না!
হারিয়ে যাবে না, অব্যক্ত কোনো মুক্তির গল্প।
স্বাধীনতার সাক্ষী হয়ে ছিলো যে জন
যে জন মাটির স্বার্থে বুক পেতেছিলো উন্মাদ অস্ত্রের মুখে
সে মাটিকে আমরা জড়িয়ে রাখবো পরম আত্মায়
স্বাধীনতার হুংকার উঠেছিল যে দরাজ কণ্ঠে;
যার রক্তে রক্তে রঞ্জিত হলো মার্চের শরীর
তার বিদায় বেলায়, সে স্বাধীনতা জমা দিয়ে গেছে
যোগ্য পুত্রের বুকে।
সংগ্রামের একটি গল্পও আর হারিয়ে যাবে না।
মুক্তির ডাকে সাড়া দিয়ে- যে কৃষক কাস্তেতে মেখেছে শাণ
যে মজুর হাতুড়ি করেছে অস্ত্র; গেয়েছে মুক্তির জয়গান
তাদের মুক্তির গল্প হারিয়ে যাবে না...
গণমাধ্যম খুঁজে পায়নি যে ইতিহাসধারী অজপাড়া গাঁ।
সে গাঁ’য়ে, সংগ্রামে রচিত গল্প আমরা বাঁচিয়ে রাখবো
মুক্তির ইতিহাস বহনকারী; শত-হাজার অচেনা জনের
আমরা উত্তরাধিকারী।
মুক্তির শত অব্যক্ত ইতিহাস আমরা কোথাও হারিয়ে যেতে দেবো না।
আমার স্বাধীনতার এতটুকু বর্ণনা কোথাও হারিয়ে যাবে না...
হারিয়ে যাবে না স্বাধীনতার অব্যক্ত কোনো পান্ডুলিপি !