ফিরিয়া চলিছি গাঁয়,
এতটুকু সুখ কিনিয়া লহিছি, বেচিয়া সকল দায়।
রেলের কামরা করে,
এমন করেই এসেছিলেম, সেদিন এই শহরে।
ভাবনার চোখ ছুটে যায় দূরে, অতীত দিনের দ্বারে।
বারটি বছর কেমনে উধাও, সুখের পেছন ঘুরে!
সেকি ভোলা যায়, মনে আছে ঠায়
বারটি বছর আগে
তিনের দুবেলা অনাহারে গেছে,
রাত্রি গিয়াছে জেগে।
পাটির অভাবে কতদিন বাপে,
মাটিতে দিয়াছে গা!
কতদিন মায়ে জলে নামে নাই,
কাপড় যে একটা!
ভিটে মাটি যায়, বন্ধক খাতায়
অভাব মরে না তবু।
গতর জোরে, যা আসে ঘরে,
যেন বৃহৎ ক্ষুদায় এক মুঠু।
ঘরের ছোট তো ওপাড়েই গেলো,
ক্ষিদে না মানিতে পারি!
দিন যত যায় জনে জনে যেন
যাত্রী হইয়াছি তারই।
শুনেছি দূরে, অচিন শহরে
কর্মের নাহি শেষ।
কত মানুষের ভাগ্য খুলিছে,
বিদায় হইয়াছে ক্লেশ।
সে আশা ধরি, শহরে আসি
বাপ মা রাখিয়া গাঁয়।
ছোট বড় সব দায় মারিতে
বছর বারটি যায়।
অবশেষে আজ গাঁয়ের পথে,
মোর চেনা মুখ কাছে।
যতটুকু সুখ লহিছি থলেতে,
তৃপ্তি তাহাতে আছে।