বিড়াল, তোর তো অনেক সুখ।
যখন তখন দেখতে পারিস আমার মায়ের মুখ।
আমি কেবল স্বপ্নে দেখি, কল্পে দেখি দূর প্রবাসে বসে!
তুই তো শুধু বসেই থাকিস; মায়ের আঁচল কাছে।
কাটা হলেও তুই খুটে খাস আমার মায়ের হাতে,
আমি তো প্রায় ভুলেই গেছি, কেমন মায়ের হাতে খেতে!
বিড়াল, তোর তো অনেক পাওয়া।
অনিচ্ছায়ও একবার হয় মায়ের হাতে নাওয়া।
মায়ের হাতে আদর মাখিস পুরো শরীর জুড়ে,
আমার শরীর একলা থাকে; মায়ের হতে দূরে।
কারো হতে আঘাত পেলে, থাকিস মায়ের সাথে
আমার আঘাত পুষি আমি, একলা আঁধার রাতে।
মায়ের ছায়ায় পথচলা তোর, নরম আদর মেখে;
শূন্য আমি আদর খুঁজি, কল্পে মায়ের থেকে।