সবুজের কাছে সবুজ চাইলাম!
তোমার তো অনেক আছে হে,
দাওনা আমায় কয়েক পলকের চক্ষু তৃপ্তি।
সেগুন গাছের বৃহৎ পাতা অথবা তেঁতুল পাতার চিরল গাঁথার জমাট ছাউনি।
অথবা যেখানে আকাশ, তোমাতে গিয়েছে মিশে।
আমায় না হয় একটু দিলে, সেখান হতে!
মাঠের কাছে মাঠ চাইলাম!
তুমি তো বিস্তর রয়েছ বিছিয়ে।
দাওনা আমায় এক খণ্ড শীতল ঘাসের বিছানা।
মসুর, কলাইয়ের নরম একটা ক্ষেত; অথবা
জমির আলে ছায়া পরা নির্মল উঁচুটুকু।
অথবা যেখানে কাশফুলের দল ওঠে তোমার শরীর ফেটে।
আমায় না হয় একটু দিলে, সেখান হতে!
পথের কাছে পথ চাইলাম!
তুমি তো সুদীর্ঘ বয়ে গেছো মেঠো শরীর বেয়ে।
দাওনা আমায়, কয়েক দন্ড হাঁটার তৃপ্তি।
কত জোয়ান-বৃদ্ধ তোমায় পাড়ি দেয় দিনরাত
তোমার আঁকাবাঁকায় পদচিহ্ন রেখে।
আমি না হয় একটু হাঁটলাম সে আঁকাবাঁকা ধরে।
অথবা যেখানে তুমি ঢালু হয়ে নেমে গেছো নদীর ঘাঁটে।
আমায় না হয় একটু দিলে, সেখান হতে!
বর্ষার কাছে বর্ষা চাইলাম!
তুমি তো অবিরাম ঝরে যাও।
দাওনা আমায়, মুহূর্ত কয়েকের স্নিগ্ধতা।
টিনের চালের মুষলধারের শব্দ অথবা
পুঁই লতার নরম ডানায় বৃষ্টি ঝরার দৃশ্য।
অথবা আকাশের যেখান হতে তুমি ছুটে আসো নির্বিঘ্নে।
আমায় না হয় একটু দিলে, সেখান হতে!