এ রোগের কোন সেবা হয় না, প্রতিষেধক হয় না,
নিঃশেষ হয় না।
হৃদয়ের প্রকোষ্ঠে এ রোগের আমৃত্যু পদচারনা।
প্রিয়তমার তাচ্ছিল্যে, এ রোগ আপনা হতেই সৃষ্টি।
সেদিনের প্রত্যেকটা একান্ত মুহূর্ত’ই যেন এ রোগের বীজ।
যে বীজ ফুটে ফুটে প্রস্ফুটিত বিরহে সয়লাভ হয়েছে হৃদয় জমিন।
অবহেলা- অবজ্ঞায় এ রোগ কখনো পালিয়ে যায়নি, ফুরিয়ে যায়নি
হারিয়ে যায়নি আপনা হতে।
প্রিয়তমার প্রতিক্ষায় এ রোগ দিনে দিনে হয়েছে অবিনশ্বর