গগনে রাখিয়া রূপের বাহার
নয়নে যাহার, নিদ্রার আহার
বৃথা যাও, সে বৃথা যাও!


রজনী যাহাতে অন্ধ নিথর
সে জন পায়নি মধুর প্রহর
বৃথা যাও, তবে বৃথা যাও!


আলোর থালায় শুভ্র কত
ভেদ করে চাও আঁধার যত
চমকে নয়ন দেখেনি এমন
এত আলো, এত আলো!
দুমুঠো লয়ে অধরে মাখো
প্রিয়’র কঁপালে তিলক আঁকো
ফুঁড়ায়ে রজনী যায়।
তুল্য রজনী পাবে না খুঁজিয়া
চন্দ্র দিবায় নিদ্রা চুমিয়া
বৃথা যাও তবে ঠায়!