গোলাপ ফুলটা ডেকে বলে
জলে ভাসা শাপলা’কে
‘তুমি তো বেশ কষ্টে আছো
সারা গায়ে জল মেখে।
সমস্ত গা ডুবে থাকে
মাথা শুধু উপরে!
তুমি তো ভাই স্বাদ পেলে না
কি সুখ টবের ভিতরে।‘
শাপলা ফুলটা হেসে বলে
‘শোনো তুমি গোলাপ ভাই
আমার আছে বিশাল দীঘি
জলের কোন অন্ত নাই।
টবকে ঘিরে রাজ্য তোমার;
অল্প মাটি, জলেতে
স্বাধীন আমি ছড়িয়ে থাকি
প্রান্তর জোড়া দীঘিতে!’