শখ করেছিলেম 'কুড়ে ঘরের'
শখ করেছিলেম একটি পরিপাটি মুখের।
হোক না জন্মান্ধ!
এই কারণটায় অন্তত তাকে ছুঁয়ে থাকবো।
শখ করেছিলেম ধান বিহীন গোলা
তবুও পরিতৃপ্ত দুটি ঠোঁটে থাকবে-বেশ আছি!
আরো শখ করেছিলেম পান্তার পানি।
শুকনো মরিচের অভাবে থালা ফেলে
হনহন করে হেঁটে যাওয়া মাঠের পথে।
শখ করেছিলেম বর্ষায় ভেজা উনুন
যেখানে কালকের একটা বাসি রুটি’ই হবে
প্রাপ্তবয়স্ক দুজনের রাতের ক্ষুধা নিবারক।
শখ করেছিলেম সম্মুখ উঠোন
পাটি বিছায়ে;আমার চোখেই না হয় তারা দেখাবো।
এবং শখ করেছিলেম পূর্ণতা পাক প্রত্যেকটা শখানুভূতি।