তিনটি আমের ভাগ হইবে
সমান দুইটি ভাগে।
এ আম যেন না ছোঁয় কেহ
সমান ভাগের আগে।
অতুল পতুল বসলো দুপাশ
কাগজ কলম হাতে।
তিন ওজনের তিনটি আমের
হিসেব হইবে তাতে।
যোগ-বিয়োগ আর গুন-ভাগে কি
এমন হিসেব মিলে।
সমান দুভাগ না হলে যে
কষ্ট যাবে জলে।
ছোট আমটা ফেলে দেওয়া যাক
গণ্ডগোলের গোঁড়া।
এখন অনেক সহজ হইবে
আমের হিসেব করা।
কিন্তু একি! বড়-মাঝারি
হিসেব অমিল লাগে।
দুটো আমই ফেলে দেওয়া যাক
তবে সমান হইবে ভাগে।