কেমন ভাবতে’ই ভালো লাগে,
তোর আর আমার বসবাস একই শহরে।
স্নান করি একই সূ্র্য আলোয়!
কয়েকটা ফুটপাত,রাজপথ বাদেই
তোর চিলেকোঠা।
আর ঠিক বিপরীতে ধুলোর তখমা জড়ানো
দমবন্ধ ঘন বসতি আমার।
যেখানে ভিন্ন শরীরের ঘামগন্ধ
আমার ঘুম ভঙ্গের কারণ।
সেখানে তোর হয়তো
কাঁচ ভেদ করা কোন আলোক রশ্মি।
তবুও স্পন্দন’টা সুখের
আমার পদধুলি মাখা পথের, কোন একপ্রান্তে
হয়তো তোরও পদচিহ্ন রয়ে গেছে ভেবে।