সুহাবাবু ভয়ে কাবু,
রাতের কালো দেখে।
জোনাক পোকা আলো দিলো,
অমনি ঝাঁকে ঝাঁকে।
রাজা এলো, রানী এলো
চাঁদের বুড়ী সাথে।
কে দেখালো ভয় সুহাকে?
আমার রাজ্যে থেকে!
রাতের কালো ভয় পেলো সেই,
এমন কাণ্ড দেখে।
এক দৌড়ে উঠলো গিয়ে,
সকাল বেলার পিঠে।
বন্ধু এখন হলদে ঘুড়ি,
আকাশ পানে ওড়া।
থাকতো যদি দুইটি ডানা,
সুহাও ঘর ছাড়া।
ফড়িং তাহার সাথেই থাকে,
প্রজাপতি চুলে।
এত বন্ধু পেয়ে সুহা,
ভয় কে গেলো ভুলে।