তুমি আমায় প্রশ্ন করেছিলে,‘আমি কতটা অসুন্দর’
‘কতটা ভ্রু কুঁচকানোর মত বিরক্তির’
আমি অনুত্তরিত ছিলেম,
আমি নিশ্চুপ ছিলেম।
এ প্রশ্নের যথার্থ উত্তরের জন্য আমি প্রস্তুত ছিলেম না।
স্বচ্ছ উত্তরের খোঁজে,
আমি নতুন করে ডুবেছি তোমার সৌন্দর্যের তিলোত্তমায়!
খুঁজেছি এতটুকু অসুন্দর।
তোমার অপরিমেয় সৌন্দর্যকে ভাগ করেছি এতটুকু অসুন্দর দিয়ে।
আমি পেয়েছি।
আমি পেয়েছি,
সুন্দর সুন্দর সুন্দর দশমিক অসুন্দর।
সৌন্দর্যের এ অসীম সমাহারে আমি এতটুকু আশ্চর্যান্বিত নই
তুমি সৌন্দর্যের স্বর্গরাজ্য।
অসুন্দর যেখানে দশমিকের পরে থাকে
শ্রুতিমধুর বুলিধারায়, সেখানে বিরক্তির কোন স্থান নেই।