যুদ্ধ শেষ।
তাণ্ডবের অঙ্গার পরে আছে বিধ্বস্ত মস্তিস্কের চারপাশে
জরায়ু ছেড়া কান্না তার চিহ্ন রেখে গেছে
পুড়ে যাওয়া চোখের কাছে।
যুদ্ধ শেষ।
বিশ্বস্ত কথাগুলোর সিংহভাগই ঝলসে গেছে
গুটি কয়েক অক্ষরের গায়ে এখনো নিভু নিভু আগুনের লাল।
যুদ্ধ শেষ।
ঘৃণার আঘাতে মেঝেতে পরে আছে দেহ।
অবশিষ্ট নিঃশ্বাসটুকু নিভে যায় বিষের জলে।