নিস্তব্ধতার মেঘ জমেছে আমার  চারি পাসে ।
বিষণ্ণতা শিরায় শিরায় মরতেছি  হাঁস ফাঁসে ।
ধূর্ত হায়না আসছে তেরে আমার পিছে পিছে ।
ভয় কেন পাই হৃদয় কাঁপে এমনি মিছে মিছে ।


ব্যর্থতার বিষ ঢেলেছি  হায়! অরুণ দুটি ওষ্ঠে ।
অপঘাতের করুণ সুতান বাজে চির কন্ঠে ।
সহস্র কাল হবেই হবে জ্বলছে হৃদয় দ্রোহে ।
রবি শশী হাতের মুঠোয় ফিকে  তবু রহে ।


পাশবিক এক ঝড় উঠেছে করছে রুধি টগ বগ ।
মনের অসুখ মন মানে না হয়েছে সে সর্বগ ।
কোথায় যাব কোথায় পাব স্থিরতার দিশা ।
হৃদয় ছেদন করব আমি মারব মিছে আশা ।


দিন কেটে যায় রাত কেটে যায় চলছি আমি ভ্রমি ।
ঘোরের উপর ঘোর এসে যায়  অশ্রু সিক্ত আমি ।
নির্জনতায় জরিয়েছি বিধির কোন ফাঁদে ।
রাত্রি হলেই গহীন বনে  হৃদয় কেন কাঁদে ?


আয় রে তোরা হ্রেষা রবে সাগর পারে ছুটি ।
পাহাড় পর্বত মেঘের দেশে চলো হে যাই লুটি ।
মনের অসুখ মন ভাল নেই ফিরবে তাতে হাসি ?
অরুণ চোখে করুণ জলে দিব গলায়  ফাঁসি ।


মন ভাল নেই ,মন ভাল নেই জ্বলছে হৃদয় ধুঁকে ।
মরণ বুঝি ঘনিয়ে এল মারল ছুরি বুকে ।
হায় রে পিশাচ মারিস নে আর কালো তেলে ভেজে ।
মরণের দূত পাঠিয়ে দে বীভৎস এক সাজে ।