বাজে টিফিন ঘন্টা, মনে বয় দুরন্ত দোলা ।
পালা বন্ধু পালা ঘুরব সবে  সারা বেলা।
তোদের নিয়ে যাব নদীর কোন খেয়া ঘাটে ।
আমি হব মাঝী, দিবি না তো বৈঠা টুটে ।
কলমির গন্ধ মেখে ডিঙি বেয়ে যাব ভেসে ।
ঝাউবন কাশবন ছেড়ে ঘুরব ভবঘুরে  বেসে।  
দেখাব আজ কেমন করে পানকৌড়ি জল খেলে ।
বালি হাঁসের সন্তরনের মুগ্ধতা চোখ মেলে ।
দেখবি বাংলার কায়া নদীর জলে করে ছল ছল ।
মনে উল্লাস ধ্বনি ডানা মেলে হব আজ পাল ।


নদে যদি নাই বা যাবি চল রূপসীর পথে ।  
দেখব সেথায় সোনার বরণ শস্য আছে গেঁথে ।
যদি পাস নিস কুড়ে বেচিস ওই যে ব্যাঙের হাটে ।
পথ পেরিয়ে মন ভুলিয়ে বেদনা নিস গাঁটে  ।
তোরা চাইলে মাছ ও ধরব, টেংরার ঘোলা বিলে ।
দুরন্ত মন ক্ষুধা পেলে খাবে সবি গিলে ।
ওই আকাশের রক্তিম আভা যখন যাবে নিভে ।
বাড়ির পানে ছুটব সবে মায়ের স্নেহের লোভে ।
মা যদি কয় কোথায় ছিলি, হেসে কুটি কুটি ।
চলরে বন্ধু চল ঘুরব আজ অচিন পথে ছুটি ।