হোক না উপর সাদা বা কৃষ্ণ কালো ।
যদি থাকে মনে হীনতা, না থাকে আলো ।
কি হবে ভাই তা দিয়ে ,মনে এত বিষ ।
রঙ যদি হয় তোমার প্রাণের শিস ।
মানব জন্ম বৃথা গেল, হায় প্রভু !
হবে কি রঙের, এ লড়াই শেষ কভু ?


সাদা বলে কালো তুই, তোর নেই দর ।
তুই বেটা সাদা থেকে দূরে গিয়ে মর ।
কালো দের খোঁচা দিতে পায় সাদা মজা ।
প্রভু  এ কেমন দিচ্ছ তাদের  সাজা ?
কত নিপীড়ন সয়ে টিকে আছে কালো ।
সাদাদের মনে জ্বলবে কখন আলো ?


প্রভু  কেরে  নাও ওদের গায়ের সাদা ।
কেন এত অহং  মনে ভরপুর কাদা ।
কালোদের ভাবে শুধু  নিপীড়িত দাস ।
চাপা  দাও  প্রভু সাদার মনের শ্বাস ।
কবে এরা  হবে ভাল  হবে মন সাফ ?
দোয়া মাগি প্রভু পাক ওরা ইন সাফ ।




স্থানঃ গাইবান্ধা সদর - গাইবান্ধা
সময়ঃ ১৪/১১/২০২৩