- "বুঝিনা তোমাদের মদ কেন গেলা লাগে? এই তিতকুটে জিনিসটায় কী এমন সুখ?"


- "ধরো, এখন রাত তিনটা, চারপাশ নীরব। এই সময়ে কেউ একজন হাতে এন্টিকাটার নিয়ে বসেছে ধমনী কেটে মরে যাওয়ার জন্য, কিন্তু সাহস করে উঠতে পারছে না। বুঝতে পারছে এভাবেই বেঁচে থাকা লাগবে... আর এমন দুর্বিসহ মুহূর্তগুলো বারবার ফিরে আসবে। এই পরিস্থিতিতে যারা না পড়েছে, তারা কীভাবে বুঝবে মানুষ মদ কেন খায়?"


এক মানবীর লাগি দুইদন্ড অধিক বাঁচি ত্রিকাল দিলেম পাড়ি
আঁখিতে জ্বালা ধরে মাঝে মাঝে শুধু, কী করে রাত্রি পোহাইবো
ভাবি, বিনীত কোনো সাকিরে ডাকি চাইবো নাকি প্রাচীন আঙুরের রস?
এদিকে পেটেও ক্ষুধা, কথা সংযোগ নাই
কবুতর কিনে রেঁধে খাব নাকি উড়াবো পৌঁছাইতে বার্তা আরেকবার?


দশবছর বারোটা বছরকে এই লাগতেছে বহুদূর,
আবার লাগতেছে এইতো তখন।
যখন আমার চুল আরও ধূসর, ত্বক আরও অধিক বাদামি,
তখনও লাগবে এমন? লাগবে নিশ্চিত


কত যে মনে করি হাওয়াদের আরও আমি হেলা দেব,
জলের ঢেউয়ে ছড়িয়ে দেব বাকি থাকা ফেলা
সৌখিন গ্লাসের ভিতর কেবল ঢেলে রাখা যায়-
এক মানবীর লাগি বহুগামী নরেশ আমার এত আকাঙ্ক্ষা
এক মানবের তরে দুচোখ জুড়ে যার সকল অবহেলা