রাত কেবল শুরু এই শহরে, আমি দিনের ধাক্কা সামলাই
মাথায় চিন্তাগুলো খুলে দেখতে গিয়ে শিউরে উঠি আবার
ওদের বাড়তে দিলে আজ রাতে কেলেঙ্কারী হবে ভীষন...


আজ রাতের জন্য মস্তিস্ক ভাবছে সুযোগসন্ধানী ঝাপ
নির্দ্বিধায় কৌমার্য্য বর্জন, তারও পরিকল্পণায় ব্যস্ত সে
আজ রাতে মদ ছুঁই না ছুঁই, সকাল থাকবে শংকায়


আমার ঘরে বাতি নেভে না সারারাত, আজ ওরাও ফেটে যেতে পারে ভয়ে
আজ সারা শহরেই বিদ্যুৎ চলে যেতে পারে লজ্জ্বায়, সর্বনাশের আশংকায়


রাত কেবল শুরু এই শহরে, শরীরে তাগড়া যৌবন
মাথার চিন্তা খুলে পড়তে গিয়ে কেঁপে উঠছি থরথর
সিডেটিভের ডিব্বা কই গেল আমার? খোঁজ চাই দ্রুত


আজ রাতে কেলেঙ্কারী হতে পারে ভীষন...