কোথাও হয়ত কমতি রয়ে গেল!
এত আকাঙ্ক্ষা আর প্রয়াস পেরিয়েও দূরত্ব বোঝায় জমিন আসমান


এরপর আমরা দুইজন কি দুইপথে যাব?
সর্বোচ্চ অনাহারে দু'মুঠো ভাত বেড়ে একা বসে খাব?
আমরা আর কোনোদিন একসাথে থাকতে পারবো না?


এইসব প্রশ্নের উত্তর বুঝে গেলে পরে সবকিছু আরও বেশি কঠিন হয়ে যাবে  
তার আগে অসহায় প্রিয়তমা তুমিও হে, নিজে কিছু সুখ চাও
অগ্রহায়ন ভরসায় যারা কৃষিকাজ করে আর যারা মেলে রাখে হালখাতা চৈত্রের শেষে
তাদের চোখ থেকে ধার নাও খানিক আশার অবশেষ


আমাদের কোনোদিন একত্রে ঘর হবে না
তবু কিছু পুলক চাও পাখি, সহসা আনন্দ