হৃদয়-ঘনিষ্ট অনেক কষ্ট
        কতযে যাতনা
                 ঝরিছে নিঃশব্দ-কান্না
যেমতে বহমান ঝরনা
                   কিংবা প্লাবিত বন্যা
অনেক নিপীড়িত যাতনা
              কভু প্রকাশ করা যায় না
নীরবেই স‌ইতে হয় নিদারুণ বেদনা।

প্রতিনিয়ত ঘটছে কতো
                  অভাবিত অগণন ইস্যু
যথাযথভাবে ব্যক্ত করতে
                   লেখার জগতে
          আমি নিতান্তই অসহায় শিশু।

কল্পনার রং মেখে
  সমন্বয় সামঞ্জস্য রেখে
    উন্মগ্ন উন্মথিত কিছু লেখার লিপ্সা
অঙ্কুরিত না হয়ে শূন্যেই বিলীন হয়
                 অতৃপ্ত থেকে যায় ঈপ্সা।

কুয়াশা বা শিশির-জলে
                      বহেনা স্রোতধারা
তবুও নিষ্ফল প্রয়াস
                    ব্যাকুল পাগলপারা
        লিখছি যাকিছু অর্থহীন ছন্দহারা।
              ----------------