মুখটা নাকি মনের দর্পণ
প্রকাশ পায় চিন্তা-চেতন
     তবে অনেকেরই মুখের গড়ন
              যায়না বুঝা ধরনধারণ।

কারো কথা রসে ভরা
                মধুমাখা হৃদয়হরা
কারো কথা এতোই রুক্ষ
    ভালো কথায়ও লাগে দুঃখ
বাক্য তো নয় বাক্যবাণ
                      বিদ্ধ করে মন প্রাণ।

কারো আবার চাপা স্বভাব
    প্রকাশিতে মনেরই ভাব
     সব বাক্যেই শব্দের অভাব
অশ্লীল শব্দ চয়নে
              অনেকেই অনেক সুনিপুণ।

কেউ হাত নেড়ে ভ্রূ উঁচিয়ে
আঙুল নাচিয়ে মুখ বাঁকিয়ে
কেউবা আবার চোখ পাকিয়ে
          কটাক্ষ করে দেখায় আস্ফালন।

কেউ দাঁত চেপে কথা কয়
         গম্ভীর হয়ে সদা রয়
             দুর্বোধ্য অনেক বিষয়
আবার কতো কথা
               অকারণে রাখে যে গোপন।

নিজেকে গৌরবান্বিত করার জন্য
       অন্যকে করে হেয় প্রতিপন্ন
নিজে নিজেই হয় ধন্য
               তারা এতোটাই বন্য
আপন পর দেখেনা
              মানেনা কোনো শাসন বারণ।

কেউ শোনার চেয়ে বেশি বলে
             মূল উদ্দেশ্যই বিফলে
   অনেকের কাছেই বিরাগভাজন
বুঝাতে সে সন্দিহান  
                   তবু বেশি বুঝার করে ভান।
                    
মানব চরিত্র বড়োই বিচিত্র
                             রঙিলা এই ভুবন
        সঠিকভাবে কঠিন বটে চরিত্র চিত্রণ।