করোনা দানবের আগ্রাসন যেন
                    পিশাচের হামাগুড়ি
চিল-শকুন ফেলছে ছায়া
                       মাথার উর্ধে চড়ি
শঙ্কিত প্রাণে ভয় অনুক্ষণ
           বিষন্ন মন সদা উন্মন
                   ভীতির কবলে পড়ি।

প্রাণোচ্ছ্বল জীবনের
         উৎফুল্ল হৃদয়ের
                  হাসি-আনন্দের মাঝে
নিশিদিন বিরামহীন
     বেদনাহত সকরুণ সুর
        অন্তরের অন্তঃস্থলে সদা বাজে।

উদীয়মান প্রাতের সূর্যালোকের
    প্রাঞ্জল ঝলমল আলোকচ্ছটার
               মোহময় পুলকিত ঝঙ্কার
সুপ্ত প্রাণে লুপ্ত প্রায়
         সেথা আবির্ভূত ঘোর অন্ধকার।
              
অন্তরের অব্যক্ত ক্রন্দনে
         তমসাচ্ছন্ন মূল্যবোধ
ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু জীবনবোধ
               প্রতিনিয়ত অস্থির হাহাকার।

ধনী-দীন একাসনে  
       অনিশ্চিত দিন যাপনে --
         প্রাণচাঞ্চল্য নিষ্প্রাণ স্থবির
                             চিত্ত ব্যথাতুর
উদ্ভাসিত জীবনে নিশাবসান
                              আর কতদূর।