মুরগী সাদা বা কালো
নয় সেটা মুখ্য
ঠিকঠাক ডিম দিক
এইটাই লক্ষ্য
কভু কাম্য নয় সকলেরই
স্বর্ণডিম্বপ্রসবিনী হংস
কিংবা বিপুল বিত্তবৈভবের
এক সুবিশাল অংশ
অনুসন্ধানে আগ্রহী নয় সবাই
ক্ষমতার নেপথ্যের উৎস
ধর্মান্ধতার উন্মাদনায় হয়না যেন
উন্মত্ত কিংবা নৃশংস
রাজনৈতিক কর্মকান্ডে দূরীভূত
বিভৎস কোনো দৃশ্য।
অন্ন-বস্ত্র-চিকিৎসা আর বাসস্থান --
মৌলিক অধিকার সমূহের নিশ্চয়তা বিধান
যোগ্যতার নিরিখে হবে
উপযুক্ত কর্মসংস্থান
জীবনের নিরাপত্তাসহ
নির্বিঘ্ন জীবন যাপন
তবেই দেশ ও জাতির প্রকৃত উন্নতি সাধন।