শ্বশুর শাশুড়ি অবহেলিত
                         উচ্চকিত বধূ
মৌমাছি সব নির্লিপ্ত এখন
                    মানুষ বানায় মধু
ভেজাল পণ্যে দেশ ছেয়েছে
                 মিথ্যার বেসাতি শুধু।
                    
গোরুর দুধ যেমন তেমন
                 কৃত্রিম  ঘি আর দ‌ই
কেউ সেচে বিল আর
                       কেউ খায় ক‌ই
ছেলের ঘরে নেতার ছবি
                 বাপের জায়গা নাই।

রোগীর প্রতি চিকিৎসকের
                   কিঞ্চিৎ মনোযোগ
নানারকম টেস্ট দিয়ে
                     নির্ণীত হয় রোগ
বিত্তবান আর নেতারা করে
                 রাষ্ট্রীয় সুবিধা ভোগ।      

অর্ধ উলঙ্গ সব সেলিব্রেটি
               ভদ্র পোষাকে মূল্যহীন
পরকীয়া আর ব্যভিচার
                চলছে বেড়ে প্রতিদিন  
সঠিক পন্থায় উপার্জন
               ক্রমান্বয়ে হচ্ছে বিলীন।