উৎকোচ বা ঘুস কিংবা উপঢৌকন
            যে নামেই করি সম্বোধন
আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষায়
                       অতি প্রয়োজন
সন্তুষ্ট থাকে সদা পরিবার- পরিজন
শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়ে
         শত্রুগণ‌ও হতে থাকে আপন
স্বচ্ছলতায় সুখ্যাতি করে
                         কতো প্রিয়জন।


অনেকেই বলে এটা অন্যায় নয়
         বরং তা হতে পারে অন্য আয়
ক্ষেত্র বিশেষে কেউ কেউ অনন্যোপায়
তাই পাবলিক এ্যালাউন্স হিসেবে
                      এটা গণ্য করা হয়।