ছলে বলে কলে কৌশলে
               খেলারাম খেলা খেলে
তলে তলে খালে বিলে
            ঘোলা জলে জাল ফেলে
শোল-বোয়াল-চিতল-কাতল
          আপন জালে টেনে তোলে।

    আইনের ফাঁকতালে
আড়ালে-আবডালে মগডালে
              চলাচল ডালে ডালে
গোলেমালে তালেগোলে
তিলে তিলে ফেঁপে ফুলে
             মালামাল মালেমালে
বুক ফুলিয়ে হেলেদুলে
          দুলকি চালে ছুটে চলে।

       আইনের বেড়াজালে
ঝালে-ঝোলে বিফল হলে
     কলা-মুলা গিলে খেলে
       কপাল দোষে ধরা পড়লে
          জেলহাজতে পচে গলে
       থাকলে ভালে মুক্তি মেলে।

বেখেয়ালে মনের ভুলে
   তিলে তিলে পরিণত চক্ষুশূলে
গরু শূন্য গোয়ালে বিপাকে বেহালে
                 ইহকালেই সব খোয়ালে।