জীবন খাতা ------
     পুস্তক সদৃশ ব্যাপকতা
  অপঠিত থেকে যায় অগণিত পাতা

অনেকাংশে উন্মুক্ত
         আংশিক অব্যক্ত
                    বহুলাংশে অস্পষ্টতা  

কিছু অধ্যায় ছিন্ন
         কিছু কিছু ভিন্ন
                 কিছু তার অশুভ বারতা

কিছু তার প্রহেলিকা
      অনেক স্বপ্নের যবনিকা
    তবু অনস্বীকার্য জীবনের বিশালতা।