বন্ধুত্ব সুদৃঢ় হয়
হৃদ্যতা ও মানবতার পরিবর্তে
যদি স্বার্থ প্রাধান্য না পায়
প্রেম স্থায়িত্ব পায়
যদি হয় উভয়েরই
মানসিকতার সমন্বয়
সংসার সুখকর হয়
যদি চাহিদা-আকাঙ্ক্ষা
কোনক্রমেই সীমা না ছাড়ায়।
বিশ্বাসভঙ্গ সর্বদা জীবনের পরাজয়
নিঃশ্বাস সাঙ্গ হলে জীবনের বিদায়
যেমতে দর্পণ আর ডিম ভেঙ্গে গেলে
জোড়া লাগানো বিষম দায়।
সম্মান আর ভালোবাসা
নিজগুণে অর্জন করতে হয়
মানুষ আর সমুদ্রের জোয়ার ভাটা
অপেক্ষমান নির্ধারিত সময়।
চতুষ্পদ প্রাণিকূলে জিরাফের গলা
যেমন বেশ দীর্ঘকায়
তেমনি মানুষের দুঃসময়
সুসময়ের চেয়ে দীর্ঘ মনে হয়
সুন্দরবন বিলুপ্তির পথে আর
সুন্দর মন বিলুপ্ত প্রায়।