কবির ভাষায় - পদ্মা নদীর তুলনা
"অমর যৌবনা চির কৌতুকময়ী এক দুরন্ত ললনা"


কালের বিবর্তনে নানাবিধ কারণে
উন্মত্ত উচ্ছল জলরাশির কৌলীন্য যেন
অস্তাচলগামী প্রভাকর রূপে ম্রিয়মাণ হেন।


ক্রমান্বয়ে জীর্ণ শীর্ণ রূপ পরিগ্রহ
গতিরুদ্ধ সাংবৎসরিক পানির প্রবাহ
হারিয়ে যাচ্ছে চিরাচরিত প্রমত্ত আবহ
কৃশকায় বিগতযৌবনা লাজশোণিত যাতনাবহ।