একটা কবিতা লিখতে চায়
                        এ পোড়া মন
যে কবিতায় অনুপস্থিত দুঃখ বেদন
                         কিংবা হাহাকার
আগুনের লেলিহান শিখা হতে
    বাঁচাও বাঁচাও বলে সুতীব্র চিৎকার
গভীর অন্ধকারে নিমজ্জিত নয়
                উত্তরণ উজ্জ্বল আলোয়।


স্তূপীকৃত বারুদের উপরে বাসস্থান  
কিংবা গলিত লাভার স্রোতে ভাসমান
প্রকট গন্ধময় আবর্জনায়
              যানজটের যন্ত্রণায়
                 প্রতিনিয়ত দুর্ঘটনায়
                         নিরাপত্তা হীনতায়
বসবাস কভু কাম্য নয়।
                   তবু কেনো এমন‌ই হয়।