যার এক কান কাটা
উচিত তার রাস্তার
একপাশ দিয়ে হাঁটা
দুটো কানই কাটা যার
নানা ছলে ফ্রিস্টাইলে
হাঁটা ছাড়া উপায় কী তার।
প্রায়শঃই যে কান মলা খায়
অনেক বিষয়ে ক্রমান্বয়ে
লজ্জা-শরম লোপ পায়।
কুয়োর ব্যাঙ সাগরে গেলে
নিজেকে ভাবে ব্রুস লী হিসাবে
কিংবা মোহাম্মদ আলী ক্লে।
ক্ষমতাবানের আশীর্বাদপুষ্ট
ছত্রছায়া সুস্পষ্ট
দূরীভূত সকল কষ্ট
প্রশ্ন অবান্তর নীতিবান না নীতিভ্রষ্ট।
পায়ের নিচে মাটি শক্ত
হটলাইনে পাকাপোক্ত
সহজলভ্য অর্থবিত্ত
দূর্বলদের মাথা নত
দেশজোড়া অগণিত ভক্ত।