ধনীদের চিন্তায় ---
একটা বিষয় প্রাধান্য পায়
সম্পদ বৃদ্ধির সহজ উপায়।
উচ্চবিত্তের চেতনায় --
ন্যায়-অন্যায় মূখ্য নয়
অর্থ বৃদ্ধির সুযোগ চায়।
মধ্যবিত্ত --
জর্জরিত নানাবিধ সমস্যায়
প্রকাশিতে লজ্জা পায়।
নিম্নবিত্ত --
বেদনাহত ক্ষুন্নবৃত্তি বিষম দায়
উপার্জন রুদ্ধপ্রায়
নিরুপায় অসহায়।
হতদরিদ্র--
বহুমুখী চরিত্র যদিও পর্যাপ্ত নয়
তবুও অনেক ক্ষেত্রেই সাহায্য পায়
অধিক পরিমাণে ত্রাণের আশায়
সর্বত্রই ছুটে বেড়ায়
তথাপি পেটের ক্ষুধা থেকেই যায়।