আম ধরে কি আমড়া গাছে
কৈ মাছ কি কভু চড়ে গাছে
সস্তা মাছে বিড়ালও যে কাঁটা বাছে।
যার কাজ তার সাজে
রশি বাঁধেনা গরুর লেজে
শুধু কথায় কি আর চিড়ে ভেজে।
শিং কেটে বাছুর সাজে
বুড়ো পাত্র ছুঁড়ি খোজে
পার্লারে বুড়ি কনে সাজে।
কুড়োল দিয়ে কি দাড়ি চাঁচে
ঘুঙুর ছাড়া প্রেমিকা নাচে
মাছ ধরতে কি কেউ নদী সেচে।
আড়িপাতায় আসলে হাসি
অভিসারেে উঠলে কাশি
অচল অক্ষম শ্যামের বাঁশি।