শীতকালে ঠান্ডায় নাকাল
বসন্তকালে কী বা সুফল
গরীব লোকের আজাব নিয়ে
আসে গ্রীষ্মকাল
বন্যা-বর্ষণ-প্লাবনে
জীবন যাপন দারুণ বেহাল
মশামাছির জ্বালাতনে
অনেক বেশি বেসামাল।
গরমে আলুসিদ্ধ
রোদে বেগুন পোড়া
সারা গায়ে ঘামাচি
যেন বিষফোঁড়া
শরীর তেতে আগুন হবে
ঘামের নোনাজল
কতোরকম অসুখ বিসুখ
ভীষণ নাজেহাল।
সব সমস্যা পিছনে ফেলে
মহাদূর্যোগ করোনা
যমদূতের ন্যায় আবির্ভূত
বিশ্বব্যাপী হানা
এ দুর্যোগ দেব পাড়ি আস্থা অবিচল।