এই জোনাক জ্বলা মনে রাতের সূর্যালোকে তোমার জন্য অনেক অনেক জোছনা বিছিয়ে রেখেছি,
স্নিগ্ধ মরুবালুরাশিতে ডুবে যাওয়া শেষ সূর্যের ঠিকরে বের হওয়া লাল লাল আলোয় তোমার জন্য মেঘ সৃষ্টি কোরে রেখেছি,
সবচাইতে ছোট নদীটির অতল গর্ভে জমে থাকা বিষাদ নিংড়ানো প্রেম আমি তুলে রেখেছি,
বুলেট বিঁধে যাওয়া কোনো পাখির ডানায় লেগে থাকা কালচে  রক্তের মাঝে তোমায় ভালোবেসেছি,
মধ্যদুপুরের দিঘীতে হঠাৎ ঝাঁপ দিয়ে আর না উঠে আসা বালকের মতোন হঠাৎই হারিয়ে গিয়েছি,
শেষরাতের তুমুল ঝড়ে একের পর এক ভেঙে যাওয়া ঘুমগুলোয় বজ্রপাত হয়ে এসেছি,
চৈত্রের আকাশে জেগে থাকা অবাধ্য সেই তিনটি তারাকে আমি হত্যা করে এসেছি,
কিন্তু, তুমি আসোনি..........
তাই আজ
এই পৃথিবীকে পাঠিয়ে দেবো নির্বাসনে,
কেটে ফেলবো যতো আছে ফুলেদের গাছ।
চুপ করিয়ে দেবো যারা বলে ভালোবাসি,
আমি করবো এই জায়গায় আবারো ঘৃণার চাষ।।