হয়তো হলো না বো ব্রীজের গোধূলী কিংবা দ্য শার্ডের ছাদে মধ্যরাতের প্রেমের কথোপকথন,
নাহয় আমরা চিত্রার তীরে বসবো....
যখন অন্ধকার একটু একটু করে ছেয়ে যেতে থাকবে দিনের আলোতে,
তখন খুব গোপনে ছুঁয়ে যাবো তোমায়।
তুমিও হাসবে, ভালোবাসবে প্রথম প্রেমিকার মতো।
আমার বিষ্ফোরিত চোখজোড়া তোমার লাবণ্যে হয়তো মুগ্ধ হয়ে রইবে কয়েকশো কোটি মুহুর্ত, এবং সূর্য ডুবে যেতে যেতে বলবে, "গো, এনজয় ইওর প্রাইভেসি"।


তোমার অতীন্দ্রিয় চাহনি সূর্য ডোবার পরও আলোকিত করে রাখবে আমাদের বলয়,
আমি মোহাবিষ্ট হয়ে থাকবো আর ভাববো, এতো এতো বিভীষিকার মাঝেও তুমি কতো সৌম্য!
আমি বরাবরই আনরোমান্টিক প্রেমিক, তুমি বলো;
কিন্তু, তারপরো আজ তোমায় খুব জানাতে ইচ্ছে করছে,
পৃথিবীর সবচে ছোট গোলাপ বাগানটি আমার যা আমি তোমার জন্য চাষ করি এবং
এই বাগানে শুধু একটি ফুলই ফোটে তোমার জন্য,
যার ঘ্রাণ অন্যকেউ পায় না এমনকি আমিও নই।