নিত্যদিনের হাসি কান্না রাগ অভিমান কিংবা ভালোবাসা ঘৃণা এসবের মতো তুমিও অভ্যেসই ছিলে,
আর আমিও ব্যবহার্য হাতঘড়ি বাসন চিরুনি এবং চেয়ারের হাতলের মতোই স্পর্শনীয় বস্তু ছিলাম
তোমার কাছে;
অথচ আমরা করেছিলাম হৃদয় বিনিময়ের চুক্তি।


যাহোক,
মাশুল শব্দটা লাভক্ষতির সাথে গেলেও এবেলায় ব্যবহার অযোগ্য;
কিন্তু সম্পর্কের চূড়ান্ত নির্ণয়ে আমরা অনেকটা মাশুলই দিয়েছি।
আমার ভূলে যাবার রোগ আর তোমার শাসনের মিষ্টতা,
আমার ঔদাসীন্য আর তোমার আঁকড়ে রাখার ক্ষমতা
এসবই আমাদেরকে প্রেমে ফেলেছিলো প্রথমবার।


এখন সেসব বিরক্তিকর, অসহ্য,
চাঁদ দেখতে তোমার কখনোই ভালো লাগেনি আমি জানি
আমারো ভালো লাগতো না ওসব ক্যাফে'তে বসে গুটিসুটি কথাবার্তা।
আমি আমার মতোন করে তোমায় ভালোবাসতে চেয়েছিলাম আর
তুমি চেয়েছো তোমার মতোন,
অথচ আমরা করেছিলাম হৃদয় বিনিময়ের চুক্তি।


সম্পর্ক হচ্ছে শেকলের মতো;
জড়িয়ে রাখে ভালোবাসায় এবং মায়ায়,
কিন্তু শেকল যে বার্ধক্য ডেকে আনে!
আমরা আবর্তিত হয়েছিলাম ট্রেন্ডে,
অথচ আমরা করেছিলাম হৃদয় বিনিময়ের চুক্তি।।